সুলতানি আমলে নির্মিত হয়েছে বাবা আদম শহীদ (রহ.) মসজিদ। এটি ঢাকার অদূরে মুন্সীগঞ্জের রামপালের দরগাবাড়ীতে অবস্থিত। ১৪৮৩ সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর শাসনামলে বিক্রমপুরের শাসক মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন। ১৯৪৮ সালে প্রত্নতত্ত্ব বিভাগে মসজিদটিকে অধিভুক্ত করা হয়।